One big beautiful billপাশ হল ওয়ান বিগ বিউটিফুল বিল, মার্কিন রাজনীতিতে ট্রাম্পের ‘কর্তৃত্ব’ আরও স্পষ্ট

/ ৯৯ Time View
সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ডিজিটাল ডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াই শেষে মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গেল ওয়ান বিগ বিউটিফুল বিল। বৃহস্পতিবার মাত্র চার ভোটের ব্যবধানে বিল পাশ হয়েছে। গোটা বিষয়টিকে বিরাট রাজনৈতিক জয় হিসাবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, এই বিল ঘিরেই এলন মাস্কের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।ওয়ান বিগ বিউটিফুল বিল’টি কংগ্রেসে পাশ করাতে সমস্যায় পড়তে হবে মার্কিন প্রেসিডেন্টকে, এমনটাই মনে করেছিল রাজনৈতিক মহল। রিপাবলিকান সদস্যরাও ট্রাম্পের বিলের বিরোধিতা করতে পারেন বলে অনুমান করা হয়েছিল। কারণ এই বিল কার্যকর হল আমেরিকার ঋণের অঙ্ক বাড়বে, জনকল্যাণমুখী প্রকল্পগুলি ধাক্কা খাবে। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের হয়ে আসরে নামেন মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন। ‘বিরোধী’ রিপাবলিকানদের বুঝিয়ে বিলের পক্ষে ভোট দিতে রাজি করান তিনি।

 

মাঠে বসে গল্প প্রেমিক-প্রেমিকার, হেনস্তার পর পুলিশে দেন স্থানীয়রা! শান্তিপুরে ‘আত্মঘাতী’ কিশোরী শ্রীনগরে মহরমের শোভাযাত্রায় ইরান-হেজবোল্লার পতাকা, খামেনেইয়ের ছবি! তুমুল বিতর্ক ‘সস্তার স্ট্র্যাটেজি! ওয়েব সিরিজগুলিতে এত সেক্স…’, কেন গর্জে উঠলেন ‘সংস্কারি বাবুভাইয়া’ পরেশ রাওয়াল? মথুরার শাহী ইদগাহকে ‘বিতর্কিত সৌধ’ বলতে নারাজ হাই কোর্ট, কৃষ্ণ জন্মভূমি মামলায় ধাক্কা হিন্দু পক্ষের কংগ্রেসের সরবরাহ করা স্যানিটারি প্যাডে রাহুলের ছবি! হাত শিবিরকে ‘নারীবিদ্বেষী’ তোপ বিজেপির

 

 

 

Advertisement

 

‘ওয়ান বিগ বিউটিফুল বিল’টি কংগ্রেসে পাশ করাতে সমস্যায় পড়তে হবে মার্কিন প্রেসিডেন্টকে, এমনটাই মনে করেছিল রাজনৈতিক মহল। রিপাবলিকান সদস্যরাও ট্রাম্পের বিলের বিরোধিতা করতে পারেন বলে অনুমান করা হয়েছিল। কারণ এই বিল কার্যকর হল আমেরিকার ঋণের অঙ্ক বাড়বে, জনকল্যাণমুখী প্রকল্পগুলি ধাক্কা খাবে। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের হয়ে আসরে নামেন মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন। ‘বিরোধী’ রিপাবলিকানদের বুঝিয়ে বিলের পক্ষে ভোট দিতে রাজি করান তিনি।

 

 

শেষ পর্যন্ত ২১৮-২১৪ ভোটে মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গিয়েছে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ শুক্রবার বিলে সই করবেন ট্রাম্প। তারপরেই বিলটি আইনে পরিণত হবে। বড়সড় জয় পেয়ে সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘ এই প্রথমবার এমন বিরাট মাপের বিল পাশ হল। নতুন আইনের ফলে রকেট শিপের মতো উন্নতির পথে এগিয়ে যাবে আমেরিকা।’ বিল পাশ হয়ে যাওয়ার পর সকলকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।

 

উল্লেখ্য, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’টির উদ্দেশ্য কর ও সরকারের ব্যয় সংকোচ। গত সোমবার মার্কিন সেনেটে আলোচনা হয় এই বিল। তারপরেই ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এক সময়ের ‘বন্ধু’ মাস্ক। সরকারি ব্যয় সংকোচের যে বিল নিয়ে এত সংঘাত, ক্ষমতায় এসেই সেই দপ্তরের প্রধান করা হয়েছিল এলন মাস্ককে। যদিও সংঘাতের জেরে সেই দপ্তর থেকে বহু আগেই ইস্তফা দিয়েছেন টেসলা কর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category