চাওড়া ইউনিয়ন বাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মেহেদী জামান রাকিব।
শিমুল হোসেন বার্তা বিভাগ
/ ১৩৬
Time View
সময় :
বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
Share
নিউজ ডেস্ক।।
পুরনো জরা-গ্লানি-হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের জাল বোনা-টাই প্রকৃতির নিয়ম। প্রতিদিনই ওঠে নতুন সূর্য। কিন্তু আজকের সূর্য নতুন রুপে জানান দিয়েছে, আসছে আরও একটি নতুন বছর। স্বাগত ২০২৫।। স্বাগত নতুন বছর। শুভ হোক নতুন বছরের আগমন। মহাকালের আবর্তে বিলীন হলো ২০২৪ খ্রি:।
নতুন বছরের আগমনের দিন গুনছি আমরা সবাই। কারণ “২০২৪’ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু। “২০২৪’ কে বিদায় জানিয়ে আমরা পা রেখেছি“২০২৫’ খ্রি:।
নতুন বছরের আগমনে আমি “মেহেদী জামান রাকিব – যুগ্ন আহ্বায়ক আমতলী উপজেলা যুবদল, সহ সভাপতি বরগুনা জেলা ছাত্রদল, সাবেক সাধারণ সম্পাদক আমতলী উপজেলা ছাত্রদল, ৫ নং চাওড়া ইউনিয়নের সর্বস্তরের আপামর জনগণকে জানাই,আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি, “২০২৪’ খ্রি: হারানো স্মৃতি মাথায় রেখে “২০২৫’ খ্রি: আমাদের সকলের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির বছর বয়ে আনবে। আমরা একসাথে মিলেমিশে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করব এবং আমাদের দেশবাসীর পাশে থেকে উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে যাব।”আসুন, আমরা সবাই একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে এবং মানবিক মূল্যবোধের দিকে নজর রেখে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলি।”
আবার ও সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সকলে দোয়া করবেন আমার জন্য।।