মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে চা বিক্রি ও মজুদ রাখার অভিযোগে “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রতিষ্ঠানটির গোদাম থেকে প্রায় ৮ লাখ ২২ হাজার টাকা মূল্যের ৪০ বস্তা চা জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশ চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে চিনু ভূষণ দাশের মালিকানাধীন “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চা বোর্ডের অনুমোদন ছাড়াই পলিপ্যাকে বিভিন্ন ব্র্যান্ডের চা প্যাকেট করে বাজারজাত করছিল। এছাড়া বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই এই কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি চা জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।