রাজধানীতে পুকুরে মিলল অজ্ঞাত শিশুর মরদেহ

/ ৮৬ Time View
সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম পরিচয় জানা যায়নি। শিশুটির বয়স আনুমানিক ১১ বছর।

 

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পল্টন থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কের পুকুর পাড়ে যাই। সেখান থেকে জানা যায়, ২-৩ জন শিশু বেলা ৩টার দিকে পুকুরের পানিতে গোসল করতে নামে। তখন এক শিশু পানিতে তলিয়ে গেলে অন্য শিশুরা আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুরের তলদেশে তল্লাশি চালিয়ে বিকেল ৫টার দিকে শিশুটির মরদেহ খুঁজে পায়।

তিনি আরও জানান, স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তার পরনে সাদা পায়জামা ও নীল রংয়ের পাঞ্জাবি রয়েছে। এবং তার সঙ্গে যে কয়েকজন শিশু এসেছিল তাদের পরনেও একই রকম পোশাক ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে শিশুটি কোন মাদ্রাসার ছাত্র হতে পারে। মরদেহের দুই চোখে ও ঠোঁটের পাশে সামান্য জখম রয়েছে। শিশুটির পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এছাড়া ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category