বিগ ব্রাদার জিতেও কেন হলিউডে যাননি শিল্পা, যা জানালেন অভিনেত্রী

মুরাদ আলী / ৭১ Time View
সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ক্যারিয়ার বেশ ভালো ছিল।এখনো তিনি ভালোই আছেন।এই ৫০-এর দোরগোড়ায় এসেও অভিনেত্রী এখনো নিজেকে ধরে রেখেছেন অষ্টাদশী কন্যার মতোই।তবে সুযোগ পেয়েও কেন তিনি হলিউডে গেলেন না, সে প্রশ্নের উত্তর দিলেন শিল্পা শেঠি নিজেই।

 

সম্প্রতি লন্ডনে নববর্ষ কাটিয়ে দেশে ফিরে এসেছেন অভিনেত্রী।মকরসংক্রান্তি ও লোহরি উৎসব কাটিয়েছেন পরিবারের সঙ্গেই। তবে পরিবারের পাশাপাশি মোটামুটি এখনো কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন শিল্পা। কেডি-দ্যা ডেভিল নামক একটি কন্নড় সিনেমায় দ্রুতই কাজ করতে দেখা যাবে অভিনেত্রীকে। এ সিনেমার হাত ধরেই প্রথম বলিউডের বাইরে কোনো সিনেমায় কাজ করবেন শিল্পা।

কন্নড় সিনেমায় যখন শিল্পা শেঠি কাজ করছেন, তা হলে কেন একসময় সুযোগ থাকলেও হলিউডে যাননি তিনি? কেন ২০০৭ সালে বিগ ব্রাদার সিজন ৫ জেতার পরও হলিউডে কাজ করার হাতছানি উপেক্ষা করেছিলেন তিনি? হলিউডে কাজ করার প্রসঙ্গে প্রশ্ন করায় হেসে শিল্পা বলেন, আমি মনে করি আমি অত্যন্ত উচ্চাভিলাসী নই। আমার মনে হয়নি, তাই আমি যাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category