চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে রাজনৈতিক দলগুলো

/ ৯২ Time View
সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছে, কিন্তু দেশের রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে’—এমন মন্তব্য করেছেন ন্যাশনাল চেঞ্জ পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

সোমবার (৭ জুলাই) রাত পৌনে ১১টার দিকে পাবনার আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এ কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, খুনি ও ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি এখনো দায়িত্বে থাকতে পারেন না। গণঅভ্যুত্থানের সঙ্গে যারা প্রতারণা করেছে, তারা দেশের জনগণের সঙ্গেও প্রতারণা করেছে।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছিলাম, অভ্যুত্থানের পর দেশের প্রতিটি সেক্টরে সংস্কার প্রয়োজন—পুলিশ, আমলাতন্ত্র, সেনাবাহিনী ও মিডিয়া সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।

 

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পথসভায় বলেন, যারা নির্বাচন পেছাতে চায়, তারাই আসলে সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চায়। বিএনপির ভাইয়েরা বলেছেন, বসুন্ধরার বিষয়ে বলায় আমি নাকি ভয় পেয়েছি। কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশের রাজনীতি কারা ভোগদখল করে রেখেছে?

 

তিনি বলেন, এনসিপির রাজনীতি দখলদার, লুটেরা ও ধর্ষণকারীদের কবল থেকে মুক্ত করতে হবে। বসুন্ধরা ও এস আলম বাংলাদেশের রাজনীতিকে এমন এক রোষানলে ফেলেছে, যেখানে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

 

সভা শেষে নেতারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category