বাংলাদেশ নারী ফুটবল দল নিশ্চিত করলো এশিয়া কাপ, ১৯৮০ সালের পরে এই প্রথম বাংলাদেশের কোনো ফুটবল দল এশিয়ার সর্বোচ্চ এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে।
বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ এমন এক কীর্তি অর্জন করেছে যা আগে কোনো নারী দলের ছিল না, শেষ বার পুরুষ জাতীয় ফুটবল দল এশিয়া কাপ খেলেছিল ১৯৮০ সালে।
বছর দশেক ধরেই বাংলাদেশের নারী ফুটবলারদের এই গ্রুপটা একের পর এক বাধা পেড়িয়ে এই পর্যায়ে এসেছে, বয়সভিত্তিক নানা প্রতিযোগিতায় শিরোপার পরে, টানা দুইবার দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দলের শিরোপা জিতেছে এই দলটি।
তারই ধারাবাহিকতায় এবারে বাছাই পর্বে দুর্দান্ত খেলে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশের গ্রুপে ছিল স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান, প্রথম ম্যাচে বাহরাইনকে দিয়েছিল সাত গোল, এরপর মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে কার্যত বাংলাদেশ এই গ্রুপের সেরা দল হওয়া নিশ্চিত করেছে।
২০২৬ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
স্বাগতিক অস্ট্রেলিয়া বাদে বাছাই পর্ব না খেলে এই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে ২০২২ সালের চ্যাম্পিয়ন ও রানার আপ দল যথাক্রমে চীন ও দক্ষিণ কোরিয়া, এবং তৃতীয় স্থানে থাকা জাপান।