এবার ২০ বলে ফিফটি সূর্যবংশীর, ৯ ছক্কায় নতুন রেকর্ড

/ ৯৬ Time View
সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সংস্করণ যেটাই হোক, টি-টোয়েন্টি মেজাজ থেকে যেন বের হতে চাচ্ছেন না বৈভব সূর্যবংশী!

 

ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডেতে ১৯ বলে ৪৮ রান করেছিলেন সূর্যবংশী; স্ট্রাইক রেট ২৫২.৬৩। দ্বিতীয় ওয়ানডেতে এতটা আক্রমণাত্মক হয়ে না উঠলেও খারাপ করেননি। ১৩২.৩৫ স্ট্রাইক রেটে ৩৪ বলে ৪৫।

 

তবে ওই ম্যাচে একটু হলেও আক্ষেপ থাকার কথা তাঁর। প্রথমটিতে ২ আর দ্বিতীয়টিতে যে ৫ রানের জন্য ফিফটি পাননি ভারতের এই তুখোড় প্রতিভাবান ব্যাটসম্যান।

সেই আক্ষেপ আজ যেন সুদে-আসলে মেটালেন সূর্যবংশী।

বৃষ্টির কারণে আজ খেলা শুরু হয় নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে হয় ৮০ ওভার। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক টমাস রিউয়ের অপরাজিত ৭৬ এবং ওপেনার বিজে ডকিন্সের ৬২ রানের সুবাদে ৪০ ওভারে ৬ উইকেটে ২৬৮ রান তোলে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় যুবাদের অধিনায়ক অভিজ্ঞান কুন্ডু দ্রুত আউট হলেও ১৪ বছর বয়সী সূর্যবংশী স্বভাবসুলভ ব্যাটিং চালিয়ে যান। ব্যক্তিগত ৮৬ রানে তিনি যখন আউট হন, তখন দলের রান ৮ ওভারে ১১১! অর্থাৎ ভারতের মোট রানের প্রায় ৮০ শতাংশ তাঁর একার।

শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারত।

খেলাধুলা চাটমোহর পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category