এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

/ ৬৭ Time View
সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনসিপির ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।

 

বুধবার রাত ১১টা ৪৯ মিনিটে এনসিপি পরিচালিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়, ‘ঢাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ। প্রতিবাদে আজ রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল। স্থান কেন্দ্রীয় কার্যালয়।’

 

 

 

উল্লেখ্য, বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের ১৬তলায় এনসিপির অস্থায়ী কার্যালয়।

 

জানতে চাইলে রমনা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন রাত পৌনে ১২টার দিকে গাড়ির পেছনের দিকে ককটেল বিস্ফোরণ হয়। বিষয়টি জানার পর তিনি টিম নিয়ে ঘটনাস্থলে যান। তবে কীভাবে ককটেল বিস্ফোরণ হয়েছে বা কেউ নিক্ষেপ করেছে কি না, সেটি কেউ দেখেননি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এর আগে গত ২৩ জুন এনসিপির নেতা-কর্মীদের লক্ষ্য করে রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো

হয়েছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category