ইংরেজি নববর্ষ “২০২৫”-এর শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান আকন

শিমুল হোসেন বার্তা বিভাগ / ২৫৭ Time View
সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক।।

পুরনো জরা-গ্লানি-হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের জাল বোনা-টাই প্রকৃতির নিয়ম। প্রতিদিনই ওঠে নতুন সূর্য। কিন্তু আজকের সূর্য নতুন রুপে জানান দিয়েছে, আসছে আরও একটি নতুন বছর। স্বাগত ২০২৫।। স্বাগত নতুন বছর। শুভ হোক নতুন বছরের আগমন। মহাকালের আবর্তে বিলীন হলো ২০২৪ খ্রি:।
নতুন বছরের আগমনের দিন গুনছি আমরা সবাই। কারণ “২০২৪’ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু।বারবারই আমাদেরকে স্বরণ করিয়ে দেয় জুলাই আগষ্টে ছাত্র  গণঅভ্যুত্থানে তেজদীপ্ত বিপ্লবী আমার সম্মানিত ভাই ও বোনেদের। বাংলাদেশের জাতীয় বেইমান ফ্যাসিষ্ট খুনি হাসিনা, ও দোসরদের কতৃক  দেশের জনগনের  সম্পদ বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে জীবন যুদ্ধে লড়ে হাসিনার পালিত  রাস্ট্রীয় সশস্ত্র বাহিনীদের পরাজিত করে  শাহাদাৎ বরণকারী ও আহত সকলের স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দেয় হৃদয়ে ঝড়তোলে কখনোই কোনকালে যেন ভুলে না যাই তোমাদের। আমার পক্ষ থেকে তোমাদের প্রতি  হ্যাটসআপ।পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তাদের দেশ প্রেম ও নৈতিক দায়িত্ববোধে অগ্রণী  ভুমিকা পালন করছেন তাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা। তেমনি যতোদিন এই ধরায় বেচে থাকবো ততোদিন এ হৃদয়ে বেধে রাখবো তাদের সকলকে। 

আরো স্বরণ করতে হবে যে জুলাই আগষ্টের দেশদ্রোহী,গণতন্ত্রের শত্রু, ঘাতক,মেঘা প্রকল্পের নামে হাজারো লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচারকারী  জালেম শৈরাচারী খুনি হাসিনা ও তার পালিত রাষ্ট্রীয় সন্ত্রাসী পেটোয়া বাহিনিকে পরাজিত ও নির্মল করতে আমরা হারিয়েছি  ,আমাদের প্রান প্রিয়দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল,যুবদল,সেচঁছাসেবকদল, জাসাস, ওলামাদল ও শ্রমিকদলের  হাজারো নেতা কর্মীদেরকে

“২০২৪’ কে বিদায় জানিয়ে আমরা পা রেখেছি“২০২৫’ খ্রি:।
নতুন বছরের আগমনে আমি “ মশিউর রহমান আকন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা জেলা বিএনপি, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক বরগুনা জেলা বিএনপি, সাবেক সহ-সভাপতি আমতলী উপজেলা বিএনপি, সাবেক সভাপতি আমতলী পৌর বিএনপি, সাবেক সহ-সভাপতি,স্যার এ.এফ. রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও সাবেক সভাপতি আমতলী থানা ছাত্রদল।সংসদীয় আসন (১০৯) বরগুনা -০১,বরগুনা সদর,আমতলী ও তালতলীর সর্বস্তরের সকল আপামর জনসাধারণ সহ দেশবসীকে জানাই ইংরেজি নববর্ষ -২০২৫ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি, “২০২৪’ খ্রি: হারানো স্মৃতি মাথায় রেখে “২০২৫’ খ্রি: আমাদের সকলের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির বছর বয়ে আনবে। আমরা একসাথে মিলেমিশে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করব এবং আমাদের দেশবাসীর পাশে থেকে উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে যাব।”আসুন, আমরা সবাই একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে এবং মানবিক মূল্যবোধের দিকে নজর রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলি।”
আবার ও সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আগামীর পথ চলায় আপনাদের ভালোবাসা ও দোয়া সমর্থন চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category