অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত রাশমিকা

মুরাদ আলী / ৭৯ Time View
সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বলিউড হোক বা তার ঘরের কাছের তামিল ফিল্ম জগৎ দুই জায়গাতেই সমানভাবে ধাপিয়ে বেড়াচ্ছেন দক্ষিণী নায়িকা বিউটি কুইন রাশমিকা মান্দানা। সমসাময়িক ভারতীয় সিনেমার জগতে ইতিহাস সৃষ্টিকারী দুই সিনেমা ‘পুষ্পা’ ‘অ্যানিম্যাল’-এর অভিনয় করে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সালমান খানের জুটি বেঁধেছেন ‘সিকান্দার’ সিনেমায়। তবে সিনেমাটির শুটিং চলাকালে শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান রাশমিকা। এ ঘটনার পর রাশমিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা যায়। মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না নায়িকা। একইসঙ্গে ছবির শুটিংও বিপাকে। এর মাঝেই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা শোনা গেল রাশমিকার মুখে। নায়িকার আসন্ন ছবি ‘ছাবা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবাক করা কথা বললেন রাশমিকা। সে ছবিতে মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন অভিনেত্রী।

 

তিনি জানালেন, এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও আপত্তি নেই তার।অনুষ্ঠানে এক বক্তৃতায় রাশমিকা বলেন, ‘ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

 

‘ছাভা’ ছবিতে রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ছবিটির ট্রেলার ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকরা এই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছবিটি ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category